জনগণের সমস্যার কথা শুনতে শাসকদের দরজা সব সময় খোলা রাখা জরুরি বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা উপমন্ত্রী ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোল্লা মোহাম্মাদ ইব্রাহিম সদর।
তিনি বলেন, বর্তমানে যে শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত ও কার্যকর রয়েছে, তা জনগণের সহযোগিতার মাধ্যমেই অর্জিত হয়েছে। তাই আমাদের সবার উচিত জনগণের জন্য আমাদের দরজা সব সময় খোলা রাখা, তাদের সমস্যাগুলো কাছ থেকে শোনা এবং সেগুলোর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
আফগানিস্তানের সামানগান প্রদেশে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
মোল্লা ইব্রাহিম বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের সমস্যা সমাধানে আলেম ও গোত্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করার ওপর জোর দেন।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ও নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টার ফলে সামানগান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি আশ্বাসজনক রয়েছে এবং বর্তমানে কোনো ধরনের সমস্যা নেই।
সূত্র: আরটিএ










