বুধবার | ২৪ সেপ্টেম্বর | ২০২৫

কারচুপির নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার কারণে দেশ আজ গণতন্ত্রহীন। কারচুপির নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কমিশন এতটাই ব্যর্থ যে প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না। ইতোমধ্যে দুজন কাউন্সিলর প্রার্থী খুন হয়েছেন। তারপরও নির্বাচন কমিশন জাতীর ঘাড়ে চেপে বসে আছে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনারদের পদত্যাগের আহ্বান জানান দুলু।

তিনি সভায় উপস্থিত সবার উদ্দেশে বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করছে। দলের একটাই উদ্দেশ্য, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা।

পৌর বিএনপি নেতা মুরাদুজ্জামান সৌরভের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্য নেতারা বক্তব্য দেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img