বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জন; আনিস আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা

আওয়ামীপন্থী সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানিয়েছে, অনুসন্ধানে তার নামে উল্লেখযোগ্য পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য মিলেছে এবং সেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আইনি পদক্ষেপে এগিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

মিডিয়া ব্রিফিংয়ে মো. আক্তার হোসেন জানান, আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

দুদকের অনুসন্ধানে দেখা যায়,  আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ