বিপুলসংখ্যক বাংলাদেশিসহ লাখো বিদেশীকে মুক্তি প্রদানের প্রস্তুতি নিয়েছে আমেরিকার ইমিগ্রেশন দফতর।
রিপাবলিকানরা সীমান্ত সুরক্ষাসহ অভিবাসন দফতরে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা নিয়োগের বিষয়টি বাজেটে সাঁয় না দেয়ায় ডেমক্র্যাটরা এমন ডিটেনশন সেন্টার খালি করতে বাধ্য হচ্ছেন বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন পোস্ট সংবাদ প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষাসহ অভিবাসনের কার্যক্রম ত্বরান্বিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইচ্ছায় বাজেটে ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত বরাদ্ধ চাওয়া হয়েছিল। কিন্তু রিপাবলিকানরা সিনেটে পাশ হওয়া বিল থেকে তা বাদ দিতে বাধ্য করেছেন। এজন্য বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া বিদেশীদের মধ্যে যারা সীমান্তরক্ষী কর্তৃক গ্রেফতারের পর ডিটেনশন সেন্টারে রয়েছেন তাদের থাকা-খাওয়ার সংস্থান করা অসম্ভব হয়ে পড়ায় লক্ষাধিক অবৈধ অভিবাসীকে মুক্তির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রস্তাবটি সংশ্লিষ্ট সকলের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও পদস্থ কর্মকর্তাগণের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে।
প্রসঙ্গত, সেন্ট্রাল আমেরিকার দেশসমূহ থেকে লাখ লাখ মানুষের মিছিলে বেশ কিছু বাংলাদেশিও ঢুকে পড়েছে। এরমধ্যে অনেকেই সীমান্তে গ্রেফতারের সময়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। অনেকে প্যারলে মুক্তিলাভে সক্ষম হলেও অধিকাংশই ডিটেনশন সেন্টারে রয়েছেন। তাদেরকেই সহজশর্তে মুক্তির প্রক্রিয়া চলছে।











