সাম্প্রতিক কয়েক মাসে উত্তর ইউরোপীয় দেশগুলোতে ইসলামফোবিয়া সৃষ্টিকারী ব্যক্তি ও গোষ্ঠীগুলির দ্বারা পবিত্র কুরআন অবমাননার ঘটনা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) ডেনমার্কে এমনই একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যেখানে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন ও তুরষ্কের জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
শুক্রবার (১৪ এপ্রিল) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, “বাকস্বাধীনতার নাম করে এই জঘন্য হামলার অনুমতি দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। এই ধরনের হামলা এটি প্রমাণ করে যে, ইউরোপে ইসলামোফোবিয়া ও জেনোফোবিয়া (বহিরাগতদের প্রতি ভীতি) উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।”
এ ঘটনার পূর্বে ডেনমার্ককে বেশ কয়েকটি সতর্কবার্তা প্রেরণ করে আঙ্কারা। তবে তা উপেক্ষা করেই এই আইনের অনুমতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড বিশ্বের কোটি কোটি মুসলিমদের হৃদয়ে আঘাত করলেও তা উপেক্ষা করে চলছে ডেনমার্ক।
উল্লেখ্য, শুক্রবার ‘পেরিওটার্ন গার লাইভ’ নামক মুসলিম বিরোধী একটি উগ্রপন্থী দল কোপেনহেগেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআনের একটি অনুলিপি ও তুরস্কের জাতীয় পতাকা পুড়িয়ে দেয়। এছাড়াও এসময় তারা তারা মুসলিম বিরোধী প্ল্যাকার্ড ও স্লোগান দিচ্ছিল।
সূত্র: মিডল ইস্ট মনিটর











