ইরানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করলো সাইয়েদ সালমান হুসাইনী নদভীর নেতৃত্বাধীন ভারতীয় আলেমদের একটি দল।
বুধবার (১৪ জুন) আফগান রাষ্ট্রদূত মাওলানা ফজল মুহাম্মদ হাক্কানীর সাথে সাক্ষাত করেন তারা।
দূতাবাসের তথ্যমতে, ভারত ও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক জোরদারে দু’দেশের ওলামাদের ভূমিকা পালন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় হয়।
উল্লেখ্য; ঐতিহাসিক ভাবেই চির স্বাধীন চেতা আফগানরা ভারতীয় মুসলিমদের কল্যাণকামী। যখনই ভারতীয় মুসলিমদের উপর সংকট দেখা দিতো তখনই আফগানীরা ভারতীয় উপমহাদেশে সাহায্যের উদ্দেশ্যে এগিয়ে আসতেন।
তবে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশ দখল করে নিয়েছিলো, দিল্লি, মহিশুর, নিজাম, দাকান ইত্যাদি সালতানাত কার্যত ধ্বংস হয়ে গিয়েছিলো তখন তারা সরাসরি সাহায্যের জন্য এগিয়ে আসেনি। বরং ভারতীয় বিপ্লবীদের আফগান ভূখণ্ডে আশ্রয় দিয়েছিলো। ওবায়দুল্লাহ সিন্ধী (রহি.) এর মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানীদের আন্তর্জাতিক রাজনৈতিক ও বৈপ্লবিক তৎপরতার সুযোগ করে দিয়েছিলো।
সূত্র: আল ইমারাহ











