আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামীম ও উলামা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মুফতী খলীল আহমদ কাসেমী বলেছেন, আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সেখানে মহান আল্লাহর প্রত্যক্ষ মদদ থাকে এবং সফলতাও আসে। ঐক্য ছাড়া কাজ করলে সফলতা আসে না। ইসলামী বিদ্যাপীঠগুলোকে আলেম তৈরীর কাজে ব্যবহার করে প্রবীণ আলেমগণ নবীন আলেমদের ধর্মীয় এবং সামাজিক কাজে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) বাদ আছর হাটহাজারীর আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন “হাটহাজারী উলামা পরিষদ”-এর ২০২৩-২৪ এর কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাতীয় ও ধর্মীয় স্বার্থ রক্ষায় আলেমদের ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে মুফতী খলিল আহমদ কাসেমী আরো বলেন, আলেমগণের ঐক্যের মধ্যেই জাতির কল্যাণ নিহিত। তাই ধর্মীয় ও জাতীয় স্বার্থে আলেমদের একই প্লাটফর্মে এসেই কাজ করা উচিত।
মতবিনিময় সভায় হাটহাজারী উলামা পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অর্জিত সাফল্যগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন সহ-সভাপতি মাওলানা জাফর আহমদ, সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দিন মুনির ও অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী।
এসময় হাটহাজারীতে সংগঠিত ও চলমান বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান পৃষ্ঠপোষক হাটহাজারী উলামা পরিষদের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ শিক্ষা ও তারবিয়াতের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে আদর্শিক ও শান্তিপূর্ণ যেকোনো কার্যক্রমে শরীক থাকার ও সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মীর ইদরীসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আল্লামা আহমদ দিদার কাসেমী, মাওলানা নাসিম উদ্দিন। যুগ্ম সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আলী আকবর। সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী। সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুল হক বিন খালেদ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম। যুগ্ম অর্থ সম্পাদক মাওলানা মোঃ এমরান। প্রচার সম্পাদক মাওলানা ইমরান সিকদার। যুগ্ন প্রচার সম্পাদক হাফেজ আব্দুল মাবুদ। সহপ্রচার সম্পাদক মাওলানা মোঃ আসাদুল্লাহ আসাদ। সহ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শফিউল আলম। সহ আইন ও তথ্য সম্পাদক মাওলানা মাসুদুর রহমান চৌধুরী। সম্মানিত সদস্য মাওলানা হাফেজ মোস্তফা, মাওলানা সাইফুল্লাহ ও মাওলানা মুহাম্মাদ আমিন প্রমুখ।