শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

ভারতে জয় শ্রীরাম না বলায় মুসলিম যুবকের ওপর হামলা

ভারতে জয় শ্রীরাম শ্লোগান না দেওয়ায় একজন মুসলিম ব্যক্তিকে মারধর ও গুরুতর জখম করেছে স্থানীয় উগ্র হিন্দুত্ববাদীরা।

গত ৮ জুলাই ভারতের রাজস্থান প্রদেশের ভিলওয়াড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ২১ বছর বয়সি সাহেব আলি খান জানান, তিনি স্থানীয় একটি দোকানে চা ও দুধ কিনতে গেলে সেখানকার কিছু উগ্র হিন্দুত্ববাদীরা তাকে ঘিরে ধরে ও ‘জয় শ্রী রাম’ শ্লোগান দিতে বলে। তিনি তা অস্বীকার করে বলেন, “এটি বলতে আমরা বাধ্য নই। প্রত্যেকেরই নিজস্ব একটি বিশ্বাস রয়েছে, তাই আপনি আমাকে স্লোগান দিতে বাধ্য করতে পারেন না।”

এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং উগ্র হিন্দুত্ববাদীরা তলোয়ার ও লোহার রড দিয়ে সাহেবকে গুরুতর জখম করে। এছাড়াও তার ধর্মীয় পরিচয় নিয়েও কটাক্ষ করে উগ্র হিন্দুত্ববাদীরা।

সাহেব আরো বলেন, তিনি কোনমতে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছেন। যদি পালাতে না পারতেন তবে তাকে হত্যা করত এসব উগ্রপন্থীরা।

উল্লেখ্য, এ ঘটনায় ভারতীয় দন্ডবিধির ১৪৩ (বেআইনি সমাবেশ), ৩২৩ (ইচ্ছাকৃত আঘাত), ৩৪১ (বেআইনি সংযম) ও ৩০৭ (হত্যা চেষ্টা) ধারা অনুযায়ী দোকানদার মুকেশ গুজ্জর ও শিব গুজ্জর সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সূত্র: দি অবসারভার পোস্ট

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ