রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (১৫ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মাওলানা সাঈদীর মৃত্যুতে জামায়াত নেতাকর্মীরা আগামী বুধবার (১৬ আগস্ট) রাজধানীতে গায়েবানা জানাজা আয়োজন করেছে। এটিকে ঘিরে পুলিশের প্রস্তুতি কি জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আজ (মঙ্গলবার) তারা যে ‘তান্ডব’ করেছে। তাদের গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না। আমরা অনুমতি দেব না।
ঘটনা তুলে ধরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাতে জামায়াত শিবিরের কয়েক হাজার নেতাকর্মী শাহবাগ ও বিএসএমএমইউতে জড়ো হয়। এ সময় তারা দাবি তোলে সাঈদীর জানাজা পড়ে তারপর তারা মরদেহ নিয়ে যাবে। আমরা বলেছিলাম, তাহলে এখনই জানাজা পড়ে নিয়ে যেতে পারেন। এক পর্যায়, রাত ২টা-৩টার দিকে মোনাজাত করেন। আমাদের জানান, রাতে জানাজা পড়বেন না, পরে গায়েবানা জানাজা পড়বে। কিন্তু মরদেহ পিরোজপুর নিয়ে যাওয়ার সময় লাশবাহী গাড়ির সামনে কয়েক হাজার নেতাকর্মী গাড়ির সামনে শুয়ে পড়ে। তারা মরদেহ পিরোজপুরে নিতে বাঁধা দেয়। আমাদের অফিসারও সদস্য যারা লাশের সাথে ছিলেন তাদের মারধর করেন।
ডিএমপি কমিশনার বলেন, আমরা তখনও শক্তি প্রয়োগ করিনি। ফজরের পরে আবার তাদের সুযোগ দেওয়া হলো জানাজা পরে মরদেহ নিয়ে যেতে। কিন্তু তারা পুলিশকে বের করে দিয়ে বিএসএমএমইউ দখলে নিলো। এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে সারাদেশের নেতাকর্মীদের তারা শাহবাগ আসার ডাক দেয়। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় সীমিত পরিসরে আমরা শক্তি প্রয়োগ করি। কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। তাদের ছত্রভঙ্গ করে মরদেহ পিরোজপুর পাঠানো হয়। হাসপাতালে রোগী থাকায় শক্তি প্রয়োগে আমরা বিরত ছিলাম। কিন্তু পরে তাদের তান্ডবে বাধ্য হয়ে আমরা শক্তি প্রয়োগে করি।









