পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেড বা সামরিক কুচকাওয়াজে তুরস্ক ও আজারবাইজানের সেনারা অংশগ্রহণ করেছে।
বুধবার (১৩ আগস্ট) ইসলামাবাদে এই সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তুরস্ক ও আজারবাইজানের সেনারা দেশটির একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে।
তুর্কি ও আজারী সেনাদের কুচকাওয়াজের সময় উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে তাদের অভিবাদন ও সমর্থন জানায়।
পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান জেনারেল আসেম মুনিরসহ পাকিস্তানের অন্যান্য শীর্ষ নেতা ও ব্যক্তিত্বরা এসময় কুচকাওয়াজে উপস্থিত ছিলেন।
তুর্কি ও আজারী সেনাদের কুচকাওয়াজের সময় প্রেসিডেন্ট জারদারি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বুকে হাত রেখে সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছ থেকে সালাম গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। তৎকালীন হিন্দুস্তানের মুসলিমরা কায়েদে আজম খ্যাত মুহাম্মদ আলি জিন্নাহর নেতৃত্বে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তান নামে আলাদা মুসলিম রাষ্ট্র গঠন করে। বৃহত্তর বাংলার পূর্বাঞ্চলও সেই সময় পাকিস্তানের সাথে যুক্ত হয়, যা ১৯৭১ সালের আগ পর্যন্ত পূর্ব পাকিস্তান নামে বহাল থাকে এবং পরবর্তীতে পরিণত হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে।
সূত্র: টিআরটি গ্লোবাল