বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

পারমাণবিক ব্ল্যাকমেইল ভারত আর সহ্য করবে না: মোদী

ভারত কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলে পাকিস্তানের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ শুক্রবার (১৫ আগস্ট) দেশটির স্বাধীনতা দিবসের সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন ‍তিনি।

নরেন্দ্র মোদী বলেন, ভারতের পানি শত্রুর জমি সেচে ব্যবহার হয়েছে। অথচ আমার ভূমি শুকনা থেকেছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা নিজেদের প্রাপ্য পানির অধিকার পাবে। কৃষক ও দেশের কল্যাণে আমরা সিন্ধু পানি চুক্তিতে আর সম্মত নই।

পাক সেনাপ্রধান জেনারেল আসীম মনীরের পরমাণু হামলার হুমকির ব্যাপরে তিনি বলেন, ভারত এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পরমাণু হামলার হুমকি এবার আর আমরা মেনে নেব না। অনেকদিন ধরে এই ব্ল্যাকমেল চলছে। এবার আর মেনে নেওয়া হবে না। যদি এরপরও শত্রুরা অপরাধ জারি রাখে, তাহলে এবার আমাদের সেনারাই ঠিক করবে। সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img