মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

মানবাধিকারকে রাজনীতির সঙ্গে এক করে ফেলবেন না: বিশ্বকে আফগান পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

মানবাধিকারকে রাজনীতির সঙ্গে এক না করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কাবুলে এক প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, আমরা আফগানিস্তানের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, অভিভাসন খাত ও খরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে মানবাধিকারকে রাজনৈতিক বিষয়গুলোর সঙ্গে সম্পর্কযুক্ত না করার অনুরোধ করছি।

তিনি বলেন, মানবাধিকার বিষয়ক সকল আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলাকে নিষিদ্ধ করা হয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, সকল দূতাবাসে বার্তা পাঠিয়ে জানিয়ে দেয়া হয়েছে যে, কূটনীতিকসহ সকল কর্মী যেন আগের মতো আফগানিস্তানের স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত থাকেন। তাদের সঙ্গে কোনো ধরনের বিরূপ আচরণ করা হবে না।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img