বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

সোমালিয়ায় আত্মঘাতী হামলায় সেনাসহ নিহত ১১

spot_imgspot_img

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় কয়েকজন সেনা সদস্যসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মোগাদিসুর ব্যস্ত চায়ের দোকানের কাছে প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় আত্মঘাতী।

আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

সোমালিয়ার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় এখনও তদন্ত চলছে। পরিস্থিতি খতিয়ে দেখা গেছে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

তিনি জানান, হামলার ঘটনায় কমপক্ষে ছয় নিরাপত্তা সদস্য এবং বেশ কয়েজন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img