মঙ্গলবার | ১৫ জুলাই | ২০২৫

নারীকে পুরুষের সঙ্গে চাকরি করার অনুমতি দেয়নি ইসলাম: তালেবান

spot_imgspot_img

আফগানিস্তানের তালেবানের শীর্ষস্থানীয় নেতা ওয়াহিদুল্লাহ হাশেমি বলেছেন, আফগান নারীদেরকে স্বাধীনভাবে যেকোনো কর্মস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে নারীকে পুরুষের পাশে একসঙ্গে কাজ করতে দেওয়া হবে না। আমরা আফগানিস্তানে ইসলামি শরিয়ত প্রতিষ্ঠার জন্য ৪০ বছর ধরে সংগ্রাম করেছি। আর ইসলামি শরিয়ত কোনো অবস্থায় এক ছাদের নীচে অপরিচিত নারী-পুরুষকে একসঙ্গে কাজ করার অনুমতি দেয় না।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদুল্লাহ হাশেমি বলেন, ব্যাংক এর মতো প্রতিষ্ঠানে নারীদের চাকরি নিষিদ্ধ করে শিগগিরই প্রজ্ঞাপণ জারি করা হবে। ঘরের বাইরে নারীদেরকে শুধুমাত্র চিকিৎসা সেবার মতো স্থানগুলোতে পুরুষের সঙ্গে কাজ করার অনুমতি দেওয়া হবে।

তিনি বলেন, নারীদেরকে চিকিৎসাবিদ্যা অর্জনসহ শিক্ষকতার চাকরি করতে দেয়া হবে; কারণ, এসব সেক্টরে নারীদের প্রয়োজন রয়েছে। তবে হাসপাতাল, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থা রাখা হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img