রবিবার, মে ১৮, ২০২৫

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই: ইউরোপীয় ইউনিয়ন

spot_imgspot_img

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়া ২৭ জাতির জোট ইউরোপীয় ইউনিয়নের সামনে বিকল্প কোনো পথ নেই বলে জানিয়েছেন জোটটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্ট্রসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কাবুলে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উপস্থিতির জন্য ব্রাসেলস সদস্য রাষ্টগুলোর সঙ্গে সমন্বয় করবে। তালেবানের সঙ্গে যোগাযোগের মানে তাদেরকে স্বীকৃতি দেওয়া নয় বরং এর অর্থ হলো কথা বলা, আলোচনা করা এবং সম্ভব হলে সমঝোতায় পৌঁছানো।

তিনি আরও বলেন, ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপীয় কাউন্সিল একমত হয়েছে যে, তালেবান সরকারের আচরণের ওপর এই আলোচনার ধরণ ও মাত্রা নির্ভর করবে। যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয় তাহলে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়নের একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হবে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img