জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন মাহমুদুর রহমান।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণে তারা সাক্ষ্য দিতে না পারায় ট্রাইব্যুনাল নতুন করে এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ৯ সেপ্টেম্বর মামলাটির ১৪তম দিনের শুনানিতে ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে। গত ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন।