পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আহমদ উল্লাহ রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পটিয়া মাদরাসার সাবেক মুহতামিম ও বর্তমান চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলামিয়্যাহ এর মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।
রোববার (১৪ সেপ্টেম্বর) গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক জানান।
তিনি বলেন, বাংলার জমিন আজ শোকভারাক্রান্ত। আমাদের প্রিয় ওস্তাদ, প্রজন্মের আলোকবর্তিকা, শায়খুল হাদিস হযরত মুফতী আহমদ উল্লাহ রহ. ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন ইলমে হাদিসের এক উজ্জ্বল নক্ষত্র, অগণিত তালিবে ইলমের প্রেরণা। তাঁর দরসে হাদিসে প্রতিটি বাক্য ছিলো মাধুর্য, প্রতিটি ব্যাখ্যায় ছিলো দ্বীনি প্রজ্ঞা। জ্ঞানের সাথে সাথে তিনি ছিলেন বিনয়, আমল ও তাকওয়ার জীবন্ত প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন এবং তাঁর রেখে যাওয়া ছাত্র-শাগরেদ, মাদরাসা ও ইলমে দীনকে কবুল করুন। আমীন।