ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কঠোর সমালোচনা করে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত বলেছেন, ‘একটি অপরাধের মুখে নীরব থাকা আরও অপরাধের পথ প্রশস্ত করে। কাতার একা নয়, আরব ও ইসলামি বিশ্ব দোহার পাশে দাঁড়িয়েছে।’
রোববার (১৩ সেপ্টেম্বর) দোহায় জরুরি আরব ও ইসলামি নেতাদের সম্মেলনের প্রাক সভায় এসব কথা বলেন তিনি।
আবুল গেইত বলেন, গাজার গণহত্যার বিরুদ্ধে দুই বছরের আন্তর্জাতিক নীরবতার সরাসরি ফল ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড।
এছাড়া আন্তর্জাতিক সমাজের নীরবতা দখলদারদের এমন অপরাধ করতে উৎসাহিত করেছে, যা শাস্তিহীন থেকে যাচ্ছে বলেও উল্লেখ করেন আরব লীগ প্রধান।
গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলার পর এ সম্মেলন আয়োজন করে কাতার।






