ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে কটাক্ষ করেছিলেন মো. রাকিবুল মবিন নামে এক ঢাবি শিক্ষার্থী এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) গবেষণা সহযোগী। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নারী প্রতিনিধিদের ছবি সংবলিত একটি পোস্ট শেয়ার দিয়ে তাদেরকে ‘হাউস স্লেভস বা গৃহদাসী’ বলে অবমাননাকর মন্তব্য করেন। পরে এ ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করলে অভিযুক্ত সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে বিআইজিডি।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির ফেসবুকে পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, “সম্প্রতি রাকিবুল মবিনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট সম্পর্কে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) অবগত রয়েছে। পোস্টটি তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ তবে এটি কোনোভাবেই বিআইজিডি’র মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না; তার ব্যক্তিগত মতামতকে বিআইজিডি’র প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করাও উচিত নয়।”
বার্তায় আরও বলা হয়, “আমরা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক সম্পৃক্ততা বা, অন্য যেকোনো মতের ওপর ভিত্তি করে তাদের প্রতি করা যেকোনো অবমাননাকর, বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। যথাযথ পদক্ষেপ অনুসরণ করে আমাদের নৈতিক এবং পেশাদারী অবস্থানকে সমুন্নত রেখে আমরা জড়িত ব্যক্তির সাথে সম্পর্কের অবসান টেনেছি।”