দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার শায়খুল হাদীস ও প্রধান মুফতী নিযুক্ত হলেন মুফতী শামসুদ্দিন জিয়া। এতদিন শায়খুল হাদীস ও প্রধান মুফতী পদে ছিলেন মুফতী হাফেজ আহমদ উল্লাহ রহ.। তিনি ইন্তেকাল করলে এই পদটি শূন্য হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে মুফতী হাফেজ আহমদ উল্লাহ রহ.-এর জানাজার পূর্বে তাঁকে নতুন শায়খুল হাদীস ও প্রধান মুফতী ঘোষণা করেন পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন আনোয়ারী।
মুফতী শামসুদ্দিন জিয়া এর আগে জামিয়ার শিক্ষা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।