বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

এবার মরক্কো-ইথিওপিয়ার কাছে ড্রোন ‘বিক্রয় করছে’ তুরস্ক!

মরক্কো ও ইথিওপিয়ার কাছে ‌ড্রোন ‘বিক্রি করছে’ তুরস্ক। দেশ দুটির কাছে

যুদ্ধক্ষেত্রে কার্যকর হিসেবে খ্যাতি পাওয়া বায়ারাক্তার টিবি২ ড্রোন মরক্কো ও ইথিওপিয়ার কাছে ‌‘বিক্রয় করছে’ তুরস্ক।

চুক্তির বিষয়ে অবগত চারটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ।

খবরে বলা হয়েছে, ইথিওপিয়ায় ড্রোন রফতানি তুরস্ক ও মিসরের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও বাড়িয়ে তুলতে পারে। নীল নদের ওপর বাঁধ তৈরির কারণে আদ্দিস আবাবার সঙ্গে এমনিতেই টানাপোড়েন চলছে কায়রোর। মিসরের দুটি নিরাপত্তা সূত্র জানায়, কায়রো আমেরিকা এবং ইউরোপের কিছু দেশের কাছে এ ধরনের চুক্তি স্থগিত করতে সাহায্য চেয়েছে।

মিসরের তৃতীয় একটি সূত্র জানায়, কায়রো এবং আঙ্কারার মধ্যে আলোচনায় যে কোনো চুক্তির বিষয় উত্থাপন করতে হবে এবং স্পষ্ট করতে হবে। কেননা উভয় দেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

তুরস্ক, ইথিওপিয়া বা মরক্কো কেউই এখনো সশস্ত্র ড্রোনসংক্রান্ত কোনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এ ছাড়া বায়ারাক্তার টিবি২ ড্রোনের প্রস্তুতকারক সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু চুক্তি সম্পর্কে অবগত কিছু সূত্র বার্তা সংস্থা রয়টার্সের কাছে এ বিষয়ে তথ্য দিয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img