ফিলিস্তিনিদের উপর বর্বর গণহত্যার অভিযোগ তুলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নিকারাগুয়া। মধ্য আমেরিকায় অবস্থিত দেশটির সরকার জানিয়েছে, ‘স্বৈরাচারী’ ও ‘গণহত্যাকারী’ দেশের সঙ্গে কোন সম্পর্ক রাখতে আগ্রহী না তার দেশের জনগণ।
এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওতের্গার বলেন, গত সপ্তাহে গাজ্জা যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে নিকারাগুয়ার সংসদে একটি প্রস্তাব পাস হয়। যে প্রস্তাবে অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভোট দেয় দেশটির আইন প্রণেতারা।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের শিয়া অধ্যুষিত দেশ ইরানের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে নিকারাগুয়ার। অপরদিকে, ইরান ও ইসরাইলের মধ্যে বর্তমানে বেশ উত্তেজনাকার পরিস্থিতি বিরাজমান রয়েছে। আর ঠিক এমন সময় তেল আবিবের সাথে সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া।
সূত্র: জেরুসালেম পোস্ট











