যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনের গাজ্জায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে আরও চারজনের লাশ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ অক্টোবর) মধ্যরাতে চার জিম্মির কফিন রেডক্রসের মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ইসরাইলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, গাজ্জায় থাকা ২৮ জিম্মির লাশের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে।