বুধবার | ১৫ অক্টোবর | ২০২৫

হামাসকে অস্ত্র ত্যাগ করতে বাধ্য করা হবে: ট্রাম্প

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে অস্ত্র সমর্পনে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি তারা স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ না করে, তাহলে তাদের ওপর বল প্রয়োগ করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তারা (হামাস) অস্ত্র সমর্পণ না করে, আমরা তাদের নিরস্ত্র হতে বাধ্য করব এবং এটি দ্রুত এবং সম্ভবত সহিংসভাবে ঘটবে।’

হামাস অস্ত্র সমর্পণ করবে এমন আশা জানিয়ে ট্রাম্প বলেন, এটি একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হওয়া উচিত হবে। তিনি বলেন, গাজার পুনর্নির্মাণ বিপজ্জনক এবং কঠিন হবে।

এরআগে এই সপ্তাহের শুরুতে, ট্রাম্প স্বীকার করেন, স্বল্পমেয়াদে গাজায় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হামাসের ‘সীমিত ভূমিকা’ থাকবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img