মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

আল্লাহর কসম, ইমারাতে ইসলামিয়ার নেতাদের ক্ষমতার লোভ নেই: নাজিব

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তেনের কোনো নেতৃত্বের মধ্যে ক্ষমতার লেভা নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রশাসনিক মন্ত্রী রহমতুল্লাহ নাজিব।

তিনি বলেন, “কিছু লোক ইমারাতে ইসলামিয়ার নেতাদের মধ্যে বিভেদ রয়েছে- এমন মিথ্যা গুজব ছড়াচ্ছে এবং বলছে, তারা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করছে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি। আল্লাহর কসম করে বলছি, তাদের কেউই, আল্লাহ না করুন আমাদের আমিরুল মুমিনীনকে পদচ্যুত করার কথা একবারও ভাবেনি।”

আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশে এক পুলিশ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে রহমতুল্লাহ নাজিব স্পষ্ট ভাষায় বলেন, আমিরুল মুমিনীন বর্তমান অবস্থানে থাকা অবস্থায় নেতৃত্বের কেউ ক্ষমতার লোভে নেই কিংবা তাকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তাও কারও নেই।

বিদেশি আগ্রাস নিয়ে তিনি বলেন, “অনেক শত্রু আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং ইসলামী ব্যবস্থার ওপর চাপ প্রয়োগ করতে চায়। আমরা জানি কারা তাদের পেছনে রয়েছে এবং কারা ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে জনগণকে উসকানি দিচ্ছে। তারা যে নামেই তৎপরতা চালাক না কেন, তাদের জানা উচিত- ইমারাতে ইসলামিয়অর মুজাহিদরা সম্পূর্ণ সজাগ ও সতর্ক রয়েছে।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্মাণ অধিদপ্তরের উপ-সামরিক প্রধান শের আহমদ রুহানি বলেন, “আপনারা কেউ চেকপোস্টে, কেউ অফিসে দায়িত্ব পালন করবেন। এটিকে হালকাভাবে নেবেন না। আপনারা ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি। মাঠপর্যায়ে যা শিখেছেন, তা বাস্তবে প্রয়োগ করুন। তাহলেই আপনাদের প্রশিক্ষণ অর্থবহ হবে।”

ময়দান ওয়ারদাক উলামা পরিষদের প্রধান আবদুল হাদি ফাজলি বলেন, “আমাদের কর্মকর্তা ও ইসলামী আমিরাতের সদস্যদের অবশ্যই উত্তম আখলাকের সঙ্গে জনগণের সঙ্গে আচরণ করতে হবে এবং আন্তরিকভাবে তাদের সেবা করতে হবে।”

ময়দান ওয়ারদাক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক বিষয়ক উপ-পরিচালক নাজিমুদ্দিন নাজিমি জানান, “আজ ১২তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হলো। মোট ৫৯১ জন সৈনিক তাদের আদর্শিক, পেশাগত ও কার্যকরী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ পাঠ্যক্রম সরবরাহ করেছে প্রশিক্ষণ ও শিক্ষা কমান্ড।”

গত চার বছরে এটি ময়দান ওয়ারদাক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ১২তম ব্যাচ। প্রতিটি ব্যাচ এক মাসব্যাপী ধর্মীয় ও সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতার সরাসরি প্রদর্শনীও উপস্থাপন করা হয়।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img