শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলেন ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় নেতা লতিফুল বারী হামিম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল।

লতিফুল বারী হামিম বলেন, ‘১৬ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্থান, সময় ও তারিখ জানানো হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গণফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সংবাদ সম্মেলনে গণপোরাম সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্য রাখার কথা ছিল। এতে মোস্তফা মোহসীন মন্টু, অধ্যাপক ড. আবু সাইয়িদ, মোকাব্বির খান এমপিসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img