গাজ্জায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) থেকে এ যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন কাতেরর আমীর শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি।
কাতারের আমীর জানান, গাজ্জায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে। চুক্তি কার্যকর করা নিয়ে উভয়পক্ষের সঙ্গে এখনো আলোচনা চলছে।
অপর দিকে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি মার্কিন কূটনীতির সাফল্য। যদিও এর আগেই এ চুক্তির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প।









