গত সপ্তাহে তুরস্ক ও সিরিয়ায় মারাত্মক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩,০০০ অস্থায়ী ঘর নির্মাণের পরিকল্পনা করেছে সৌদি আরব।
সৌদি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে দেশটির ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান এ বিষয়টি জানান।
তিনি বলেন, সৌদি আরব ইতিমধ্যে দুই দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য হাজার হাজার তাঁবু পাঠিয়েছে।
মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের প্রধান আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল রাবিয়াহ বলেন, আমরা সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে থাকব কয়েক সপ্তাহ যাবত।
আঙ্কারায় সৌদি চার্জ ডি’অ্যাফেয়ার্স মুহাম্মাদ আল-হারবি বলেন, যতদিন প্রয়োজন হবে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ইতিমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড সেন্টার, সৌদি সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন উৎস থেকে উদ্ধারকর্মী, গবেষণা দল, চিকিৎসক, ঔষধ, খাদ্য ও তাঁবু নিয়ে জরুরী সাহায্য তুরস্কে পৌঁছেছে।
সূত্র: টিআরটি