বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের রাজনীতিতে পদার্পণ ও প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ ছিল দূর্নীতি, সন্ত্রাস, শোষণ, শাসকশ্রেণীর স্বেচ্ছাচারিতা সর্বোপরি অনৈসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হওয়ার ন্যায়।
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী আরও বলেন, হাফেজ্জী হুজুর রহ. ছিলেন একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ এবং ওলীয়ে কামেল। তিনি ছিলেন দিনের বেলায় রাজপথে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের সিপাহসালার এবং রাতের বেলায় আল্লাহর দরবারে দণ্ডায়মান ইবাদতগোজার। ফলে অল্প সময়েই খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশে গণজোয়ার তৈরি হয়েছিল। তাঁর পদাংক অনুসরণের মাধ্যমে ঘরে ঘরে খেলাফত শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহবান পুনরায় বেগবান করতে হবে এবং এ দাওয়াত দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী।