বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইসলাম ও জাতিসত্তা বিরোধী সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই শিক্ষানীতি সিলেবাস নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঢাকা মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ভবিষ্যত প্রজন্মের নৈতিক ভীত দূর্বল করে দিতে এবং মেরুদন্ডহীন একটি দূর্বলচিত্ত জাতি তৈরির প্রাথমিক পদক্ষেপ হিসেবে আধিপত্যবাদী গোষ্ঠীর এদেশীয় এজেন্টরা এহেন পদক্ষেপ গ্রহণ করেছে।
এই অশুভ শক্তির কালো হাত ভেঙে দিতে ছাত্রসমাজকে প্রস্তুত থাকতে হবে।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আরও বলেন, ইসলামী শিক্ষা সংকোচন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ডারউইনের বিতর্কিত জন্মান্তরবাদ অন্তর্ভুক্তি, ইসলামী আদর্শবাদ ও নৈতিক পাঠযুক্ত অধ্যায় সমূহের স্থলে পৌত্তলিকতা ও নাস্তক্যবাদী বিষয়সমূহ প্রতিস্থাপন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ঈমান আকীদা ও প্রাত্যহিক আচার্য বিষয়ের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, সচেতন ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল একটি আদর্শবাদী সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ তা কখনো হতে দিতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে বিতর্কিত ইসলামী বিরোধী শিক্ষানীতি, শিক্ষা আইন ও বিতর্কিত পাঠ্যসূচী বাতিল করে নৈতিক ইসলামী মূল্যবোধ জাতি গঠনে ইসলামী শিক্ষার আলোকে শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি ছাত্র নেতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, মুফতী সৈয়দ ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা ডা. মুহাম্মাদ ইলিয়াস খান, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী প্রমুখ।