শনিবার, মে ১৭, ২০২৫

পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের ব্যাপক হামলা ও ফিলিস্তিনীদের গ্রেফতার

spot_imgspot_img

পশ্চিম তীরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনারা হামলা চালিয়ে বহু ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে। ফিলিস্তিনী গণমাধ্যমগুলো এ খবর দিয়ে লিখেছে: অধিকৃত পশ্চিম তীর ও কুদসে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে ইসরাইলি সেনারা।

প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাবও জানিয়েছে, ইহুদিবাদী দখলদার বাহিনী পশ্চিম তীরে অভিযান চালিয়ে অন্তত ২৪ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। ইহুদি বসতি স্থাপনকারী এবং ইসরাইলি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ অভিযানে অংশ নেওয়ার অজুহাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

ইহুদিবাদী সৈন্যরা খালা আদ-দাবা এলাকায় শ’খানেক জয়তুন গাছের চারা উপড়ে ফেলেছে। ইহুদিবাদীদের ধ্বংসযজ্ঞে বিরান হয়ে যাওয়া একটি স্কুলের জায়গায় ফিলিস্তিনি কৃষকরা ওই জয়তুন গাছের চারাগুলো রোপণ করেছিল।

ফিলিস্তিনি মিডিয়া আরও জানিয়েছে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ইহুদিবাদী সেনারা আল-জালবু কারাগারে হামলা চালিয়ে ফিলিস্তিনি বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়েছে। ফিলিস্তিনী বন্দিরা গত ৩ দিন ধরে তাদের ওপর চালানো ইসরাইলি বর্বতার বিরুদ্ধে বিক্ষোভ চালাচ্ছে। ‘শাহাদাত অথবা মুক্তি’র জন্য সংগ্রাম শ্লোগান দিয়ে ফিলিস্তিনি বন্দিরা যখন তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে তখনই ওই তল্লাশি অভিযান চালালো ইসরাইলি সেনারা।

বন্দিদের ব্যাপারে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর সিদ্ধান্তের কারণে ইহুদিবাদী সরকারের বেশ কয়েকটি কারাগারে উত্তেজনা দেখা দিয়েছে। বন্দিদের গোসল করার জন্য ৪ মিনিট সময় নির্ধারণ এবং খাবারের পরিমাণ কমানো ওইসব সিদ্ধান্তের অন্তর্ভুক্ত।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img