ইসলামী ও সাধারণ জ্ঞনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩’ এর ঢাকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বাইতুল মুকাররম-এর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ঢাকা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বাছাই পরীক্ষায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মুহাম্মদ নুর উদ্দিন, সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মোকাররম, ঢাকা। শরীফ মুহাম্মদ ইউনুছ, সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শেখ মোশারফ হোসেন, ইমাম ও খতিব, দারুল আরকান মসজিদ, লন্ডন। ডক্টর মুহাম্মাদ রেজাউল হোসাইন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ডক্টর মুহাম্মাদ ইব্রাহিম খলিল, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ডঃ মুহাম্মাদ আহসান উল্লাহ, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। মুহাম্মাদ আহসানুল হাদী, সহযোগী অধ্যাপক, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এম এ আর ছিবগাতুল্লাহ,
ইসলামিক আইকন সিজন-৩ এর প্রতিনিধি ও খতিব, বাইতুল আমান জামে মসজিদ, ঝিনাইদহ।
বাছাই পরীক্ষার শুরুতে বিচারকগণ প্রতিযোগীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন।