বৈশ্বিক উদ্বেগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখলদার ইসরাইলী বাহিনী লাগাতার হামলা চালাচ্ছে ফিলিস্তিনের রাফায়। হোয়াইট হাউসের মতে, মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে গাজায় রাফা অভিযানে সতর্ক হতে বলেছেন। যেন রাফাহ শহরে পরিকল্পিত হামলার বিষয়ে বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়াই না আগানো হয়। একই সাথে, শহরে আশ্রয় নেওয়া এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন কলে এ কথা বলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন। রাফাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সমর্থন নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকরি পরিকল্পনা ছাড়া সামরিক অভিযান চালানো উচিত নয় বলে জানিয়েছেন।
বাইডেনের কলটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ছিল।
সূত্র : আল জাজিরা











