রবিবার, মার্চ ১৬, ২০২৫

রাজধানীতে যুব জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের সাথে রাজধানীতে যুব জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর পল্টনে বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী।

এতে বক্তব্য রাখেন, জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, যুব জমিয়তে সাবেক সাধারণ সম্পাদক মুফতী গোলাম মাওলা।

ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা রহমতুল্লাহ বিন হাবিব, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, ইসলামী যুব সমাজের সদস্য সচিব মাওলানা এহতেশামুল হক সাকী, যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন, যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা নাসির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম, উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাইনুদ্দিন মানিক, ছাত্র জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাদ বিন জাকির প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img