হোলি খেলতে অস্বীকৃতি জানানোয় ভারতের রাজস্থানে ২৫ বছর বয়সী এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) ভারতের রাজস্থানের দৌসা জেলার এক গ্রন্থাগারে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম হংসরাজ মিনা।
জানা যায়, নিহত হংসরাজ মীনা রাজস্ব কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতেন। গ্রন্থাগারে পড়ার সময় দুর্বৃত্তরা তাকে হোলি খেলতে আহ্বান জানায়। তিনি অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করলে তার মৃত্যু হয়।
রামগড় পাচওয়ারা থানার ইনচার্জ রামশরণ গুর্জর জানান, তিন অভিযুক্তই আপন ভাই এবং নিহত ব্যক্তি তাদের প্রতিবেশী। গ্রন্থাগারে রং নিয়ে প্রবেশের চেষ্টা করলে কর্তৃপক্ষ বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা ২৫ বছর বয়সী হংসরাজ মীনাকে আক্রমণ করে। প্রাথমিকভাবে এটি উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড মনে হচ্ছে না। তবে মূল অভিযুক্ত বাবলু দেবদারকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, নিহতের পরিবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বাকি দুই অভিযুক্ত কালু দেবদার ও অশোক দেবদারকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস