বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘এই নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদঘাটন করতেই হবে।’
আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “নিজেদের অফিসারদের এমন নির্মমভাবে হত্যা করেছিল তারা। মসৃণভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পুরো জাতি এখন কমিশনের দিকেই তাকিয়ে আছে। আমরা সবাই উত্তর খুঁজছি, এই ঘটনার জবাব পেতেই হবে।”