বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি, জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মতিঝিল পীরজঙ্গী মাদরাসার মুহতামিম মাওলানা ছফিউল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
আজ এক শোক বার্তায় আল্লামা নুরুল ইসলাম বলেন, মাওলানা ছফিউল্লাহ দেশের প্রবীণ আলেমদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বড় মাপের শাইখুল হাদিস ছিলেন। বেফাক বোর্ড তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে একজন প্রবীণ আলেমে দ্বীনকে হারালো দেশ।
তিনি বলেন, আমরা দুয়া করি মহান আল্লাহ মাওলানা ছফিউল্লাহর দ্বীনি খেদমতগুলোকে কবুল করুক। তাঁকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক।
আল্লামা নুরুল ইসলাম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর জ্ঞাপন করেন।