আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের উপ-প্রধানমন্ত্রী (অর্থনৈতিক) মোল্লা আব্দুল গণী বারাদার ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী (নির্মাণ ও আঞ্চলিক উন্নয়ন) হাসানুলিন মুরাদ শাকের জিয়ানোভিচের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) আল ইমারাহর খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের উপ-প্রধানমন্ত্রী (অর্থনৈতিক) মোল্লা আব্দুল গণী বারাদার ও রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী (নির্মাণ ও আঞ্চলিক উন্নয়ন) হাসানুলিন মুরাদ শাকের জিয়ানোভিচের মাঝে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে তারা দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
রাশিয়ার কাজান শহরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মোল্লা আব্দুল গণী বারাদার বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকার দু’দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দৃঢ় অগ্রগতি অর্জনে রাশিয়ান ফেডারেশনের সাথে মিলে কাবুল-মস্কো সম্পর্ককে নিয়মতান্ত্রিক ও শক্তিশালী ভিত্তি দিতে চায়। দায়িত্বশীল অর্থনৈতিক অংশীদার হিসেবে আফগানিস্তান এই অঞ্চলে তার ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও তিনি দৃঢ়তা প্রকাশ করেন।
এছাড়া সুপ্রিম কোর্ট কর্তৃক নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে ইমারাতে ইসলামিয়ার সরকার ও এর সদস্যদের বাদ দেওয়ায় রাশিয়া সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইমারাত সরকার অর্থনীতির উপর ভিত্তি করে একটি বৈদেশিক নীতি গ্রহণ করেছে বলে জানান। যে নীতির লক্ষ্য হলো, আফগানিস্তানকে বাণিজ্য, পরিবহন ও আঞ্চলিক অর্থনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত করা। যা কেবল আফগানিস্তানের নয় বরং সমগ্র অঞ্চলের স্বার্থ রক্ষা করবে।
তিনি রাশিয়ান বিনিয়োগকারীদের আফগানিস্তানের সাশ্রয়ী মূল্যের আবাসন, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান, অবকাঠামো নির্মাণ, পানি ও বিদ্যুৎ সরবরাহের মতো খাতগুলোতে বিনিয়োগের আহবান জানান।
আফগান উপ-প্রধানমন্ত্রী উত্তর-দক্ষিণ করিডোরের গুরুত্বের উপর জোর দিয়ে আরো বলেন, আফগানিস্তান এসব করিডোরে সক্রিয় ভূমিকা পালন করতে চায়। এতে রাশিয়ার মতো বড় দেশের অংশীদারিত্ব মূল চাবিকাঠির ন্যায় কাজ করবে।
ট্রান্স-আফগান প্রকল্পকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক প্রকল্প হিসেবে বর্ণনা করে নির্ধারিত সময়ে এর সমাপ্তির জন্য রাশিয়ার সহযোগিতা কামনা করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটি মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আঞ্চলিক অর্থনৈতিক একীকরণের জন্যও অপরিহার্য।
অপরদিকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী হাসানুলিন মুরাদ শাকের জিয়ানোভিচ বলেন, আফগানিস্তানের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে ইমারাতে ইসলামিয়ার নাম প্রত্যাহার করেছে রাশিয়া। রাশিয়া আফগান ইমারাত সরকারের সাথে নগর নির্মাণ, আবাসন প্রকল্প সহ অন্যান্য উন্নয়নমূলক কাজে সহযোগিতা ও কাজ করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া পরিবহন খাতে ইমারাত সরকারের অগ্রগতির প্রশংসা করে বলেন, রাশিয়া উত্তর-দক্ষিণ করিডোরে আফগানিস্তানকে সক্রিয় ভূমিকা পালন করতে দিতে প্রস্তুত। এক্ষেত্রে যৌথভাবে কাজের জন্য তিনি সরকারি প্রতিনিধি নিয়োগের উপর জোর দেন। রাশিয়ান ফেডারেশন এই বিষয়ে কাবুলে কারিগরি দল পাঠাবে বলে জানান।
ব্যাংকিং ও বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রুশ উপ-প্রধানমন্ত্রী আরো বলেন, বৈঠকে সম্মত হওয়া বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি বিস্তারিত প্রতিবেদন রাশিয়ার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে উপস্থাপন করা হবে।
এসময় দু’দেশের উপ-প্রধানমন্ত্রীদ্বয় নিজ নিজ পক্ষের সরকারী প্রতিনিধিদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেন, যেনো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বৈঠকে সম্মত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করা যায়।
পরিশেষে, হাসানুলিন জিয়ানোভিচ এই বৈঠককে দুই দেশের মধ্যে কার্যকরী সহযোগিতা সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বর্ণনা করেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, মোল্লা আব্দুল গণী বারাদারের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের সরকার প্রতিনিধি দল একটি দু’দিন ব্যাপী আন্তর্জাতিক অর্থনৈতিক কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার রাশিয়ার কাজানে গিয়ে পৌঁছেন। আজ কনফারেন্সটি শেষ হওয়ার কথা রয়েছে।