তুরস্কের গণতন্ত্র ও জাতীয় ঐক্য দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। একই সময়ে তিনি ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে নিহত হওয়া ব্যক্তিদের কথাও স্মরণ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাএকটি পোস্টে তিনি লিখেছেন, “২০১৬ সালের ১৫ জুলাই আমাদের দেশ, জাতি ও স্বাধীনতা রক্ষায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আল্লাহর রহমত কামনা করছি।”
এছাড়াও তিনি অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থানরত ব্যাক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য; ২০১৬ সালের ১৫-১৬ই জুলাই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও তার সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান করে। তবে তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় দেশটির জনগণ।
মূলত তুর্কিয়ে শান্তি পরিষদ নামক সংগঠন এই অভ্যুত্থানের জন্য দায়ী। এতে কমপক্ষে ২৯০ জন নিহত এবং ১,৪৪০ জনের বেশি আহত হয়।
সূত্র: ডেইলি সাবাহ











