সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন ও ভাই তপন কুমার সাহার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। প্রাপ্ত তথ্যমতে, সংশ্লিষ্ট ৩৩টি ব্যাংক হিসাবে মোট স্থিতি রয়েছে প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা।
বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত আদালতে দাখিল করা আবেদনে জানান, মুন্নি সাহা, তার পরিবারের সদস্য এবং স্বামী—এস এম প্রমোশনস-এর মালিক কবির হোসেনের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ অর্থের লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অর্থ অবৈধভাবে অর্জিত বলে অভিযোগ রয়েছে এবং প্রাপ্ত তথ্যমতে, সংশ্লিষ্ট ৩৩টি ব্যাংক হিসাবে মোট স্থিতি রয়েছে প্রায় ১৮ কোটি ১৬ লাখ টাকা।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে প্রাপ্ত রেকর্ড ও তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে—এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের প্রচেষ্টা চলছিল। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে দুদক আদালতে উল্লেখ করে।
আদালত শুনানি শেষে দুদকের আবেদনে সাড়া দিয়ে সংশ্লিষ্ট ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।