আগামী শনিবার ১৯ জুলাই রাজধানীতে জামায়াতে ইসলামীর পূর্ব ঘোষিত সমাবেশ থাকায় নিজেদের সম্মেলন স্থগিতের ঘোষণা দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৬ জুলাই) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দলটি।
বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয়, ১৯ জুলাই একই দিনে রাজধানীতে অপর একটি রাজনৈতিক দলের বৃহৎ সমাবেশ থাকায় রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে কেন্দ্রের নির্দেশনায় এই প্রোগ্রামটি স্থগিত ঘোষণা করা হয়েছে।