আফগানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না বলে দিল্লিকে কড়া হুশিয়ারি দিয়েছে তালেবান।
দেশটির রাজধানী কাবুল বিজয়ের পর তালেবান মুখপাত্র সুহাইল শাহিন এক সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, আফগানিস্তানে ভারতীয় সেনা উপস্থিতির পরিণতি ভালো হবে না। ভারতীয়রা আফগানিস্তানে অন্যান্য দেশের সামরিক উপস্থিতির পরিণতি স্বচক্ষে দেখেছেন।
তিনি বলেন, আফগানিস্তানের অবকাঠামো নির্মাণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পুনর্গঠন ও জনকল্যাণে ভারত যেসব কাজ করেছে সে জন্য আমরা ভারতকে ধন্যবাদ জানাই।