শনিবার | ১২ জুলাই | ২০২৫

কিছু আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে আমেরিকার প্রস্তাব নাকচ

spot_imgspot_img

আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিতে আমেরিকার অনুরোধ নাকচ করে দিয়েছে ঢাকা।

সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল মোমেন বলেন, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানায়।

আমেরিকা জানায়, তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম, কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা আমেরিকার প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img