শুক্রবার | ১৭ অক্টোবর | ২০২৫

তালেবান সরকার এখন থেকে আর ‘অস্থায়ী’ নয়; ঘোষণা আফগান আমীরুল মু’মিনীনের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা ঘোষণা করেছেন, ইসলামিক আমিরাতের মন্ত্রী ও কেবিনেটের জন্য আর “তত্ত্বাবধায়ক বা অস্থায়ী” শব্দ ব্যবহার করা হবে না।

শুক্রবার (১৫ আগস্ট) কাবুল বীজয়ের চতুর্থ বার্ষিকীতে দেওয়া এক নির্দেশনায় এই ঘোষণা দেন তিনি।

আফগান আমীরুল মু’মিনীন বলেন, আল্লাহর সাহায্যে আমেরিকা ও তাদের মিত্রদের দখল থেকে আফগানিস্তান মুক্ত হওয়ার চার বছর পূর্ণ হলো। আফগানরা প্রায় পঞ্চাশ বছরের সংগ্রাম ও আত্মত্যাগের পর দেশে শরীয়াহভিত্তিক একটি পবিত্র শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, দখল শেষ হওয়ার পর দেশে সর্বাত্মক শান্তি ফিরে এসেছে। জনগণ দুর্নীতি, জুলুম, দখল, মাদক, চুরি ও লুটপাট থেকে মুক্ত হয়েছে। শরীয়াহর ন্যায়ভিত্তিক ব্যবস্থায় দেশ এগোচ্ছে। পুনর্গঠন ও উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। ভাষা, জাতি ও রাজনৈতিক বিভাজনও কাটিয়ে উঠেছে জনগণ।

তিনি সতর্ক করে বলেন, এসব মহান নেয়ামতের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে। অকৃতজ্ঞ হলে আল্লাহর কঠিন শাস্তি নেমে আসতে পারে।

মাওলানা হিবাতুল্লাহ বলেন, কর্মকর্তারা যেন সবসময় জিহাদের পথে শাহাদাত বরণকারীদের পরিবারকে স্মরণে রাখেন এবং এতিমদের প্রতিপালন ও সুরক্ষায় বিশেষ মনোযোগ দেন।

আমীরুল মু’মিনীন স্পষ্ট ঘোষণা দেন, ইসলামিক আমিরাতের মন্ত্রী ও কেবিনেটের জন্য আর “অস্থায়ী বা তত্ত্বাবধায়ক” শব্দ ব্যবহার করা হবে না। তাদের দায়িত্ব হবে শরীয়াহর শাসনকে সুদৃঢ় করা এবং জনগণের শান্তি ও কল্যাণ নিশ্চিত করা।

তিনি দোয়া করেন, আল্লাহ যেন আফগানিস্তানকে চিরকাল শরীয়াহভিত্তিক ব্যবস্থায় সমৃদ্ধ রাখেন, শত্রুদের থেকে রক্ষা করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্য দান করেন। পাশাপাশি তিনি ফিলিস্তিনের মুসলমানদের সুস্পষ্ট বিজয় কামনা করেন।

সূত্র: আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img