দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ছানী ইসরাইলি আগ্রাসন ও বিস্তারবাদী নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন যে, ইসরাইল শান্তি প্রক্রিয়া ভেস্তে দিতে চাইছে এবং গাজ্জাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। সম্মেলনে আমির দোহায় সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রসঙ্গ তুলে একে আখ্যা দিয়েছেন “প্রকাশ্য, বেঈমানি ও কাপুরুষোচিত হামলা” হিসেবে।
কাতারের আমির বলেন, “আমার দেশের রাজধানী একটি বেঈমানি হামলার শিকার হয়েছে, যা হামাস নেতাদের পরিবারের সদস্য এবং তাদের আলোচক প্রতিনিধিদল থাকা একটি আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করেছিল। আমাদের নাগরিকরা বিস্মিত হয়েছে, আর পুরো বিশ্ব হতভম্ব হয়েছে এই আগ্রাসন ও কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে।”
তিনি আরও যোগ করেন, “আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় যা যা প্রয়োজন, তা করতেই দৃঢ়প্রতিজ্ঞ।”
কাতারের আমির বলেন, “ইসরাইলের আচরণ প্রমাণ করে তারা শান্তিতে কোনো প্রকৃত আগ্রহী নয়। বরং আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। যে পক্ষ ধারাবাহিক ও পদ্ধতিগতভাবে কোনো আলোচনাকারী পক্ষকে নিশানা বানায়, সে আলোচনাকে ভেস্তে দেওয়ার কাজই করে।”
তিনি বলেন, ইসরাইল এমন একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে যার লক্ষ্য গাজ্জাকে ধ্বংস করা। গত ২৩ মাস ধরে গাজ্জা অব্যাহত ইসরাইলি বোমাবর্ষণের শিকার হচ্ছে।
তার ভাষায়, “গাজ্জায় ইসরাইলি যুদ্ধ এখন নিধনযুদ্ধে পরিণত হয়েছে। ইসরাইল গাজ্জাকে বাসযোগ্যহীন করে তুলতে চায়, যাতে পরবর্তীতে এর জনসংখ্যাকে উচ্ছেদ করা যায়।”
সূত্র : আল জাজিরা