সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

এরদোগানের সাথে আমিরাত প্রেসিডেন্টের ফোনালাপ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর)‌ তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রজব তাইয়েব এরদোগানকে। মতবিনিময় সভায় বিনিয়োগসহ বাণিজ্য, জ্বালানি, পরিবহন, অবকাঠামো এবং প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

এসময় সামরিক প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রগুলোতে উভয় দেশের সহযোগীতা বাড়ানোর বিষয়েও সম্মত হন এই দুই নেতা।

শুক্রবার (১৪ অক্টোবর) তুরস্কের উত্তর বারতিন প্রদেশে কয়লার খনি বিস্ফোরণে ৪১ জন শ্রমিকের মৃত্যু এবং আরও আহত হয়।এতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সমবেদনা জানিয়েছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img