ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলায় অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) গাজ্জার মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ গাজ্জায় নিহত সাংবাদিকের নাম আয়মান মুহাম্মাদ রুওয়াইশদ। তিনি আল আকসা টিভিতে কর্মরত একজন ফটো সাংবাদিক ছিলেন। গত সোমবার তাকে হত্যা করে ইসরাইলি বাহিনী।
বিবৃতিতে, ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর হামলা, হত্যা ও গুপ্ত হত্যার নিন্দা জানিয়েছে গাজ্জার মিডিয়া অফিস।
বিবৃতিতে, আন্তর্জাতিক সম্প্রদায়, সংগঠন ও অঙ্গ সংগঠনগুলোর প্রতি গাজ্জায় চলমান গণহত্যা থামানোর জন্য ইসরাইলের উপর চাপ সৃষ্টির আহ্বান করা হয়েছে। একই সঙ্গে গাজ্জায় ইসরাইলের সংঘঠিত অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে তাকে অভিযুক্ত করারও আহ্বান জানিয়েছে গাজ্জার মিডিয়া অফিস।
সূত্র: মিডল ইস্ট মনিটর











