বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামে সিইপিজেড আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

সাততলা বিশিষ্ট ওই তোয়ালে কারখানাটি চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৭টি ইউনিট বর্তমানে কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনীর সদস্যরাও।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। বর্তমানে ১৭টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানিয়েছেন, দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান ফায়ারের এই কর্মকর্তা। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেছেন, ‘ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে তোয়ালে তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img