আগামী ৩১ অক্টোবরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সরকারকে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
তিনি বলেন, ‘শুক্রবার সব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে। তবে কেউ চাইলে কমিশনের মেয়াদের মধ্যে পরবর্তী যেকোনো দিনেও স্বাক্ষর করতে পারবে। আশা করি সরকার সঠিক ও সুচারুরূপে এটি বাস্তবায়ন হবে।’
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কর্মসূচি উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘দীর্ঘদিনের প্রচেষ্টার একটি পর্যায়ে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে। এ নিয়ে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। আমাদের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। গত এক বছর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ৮৪টি বিষয়ে একমত হয়েছে। কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। পরস্পরের মতভিন্নতা সত্ত্বেও একটি পর্যায়ে উপনীত হওয়া সম্ভব হয়েছে।
আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা ও যোগাযোগ আরও হবে। সনদ বাস্তবায়নে যাতে কোনও ধরনের ব্যত্যয় না ঘটে, সেজন্য আমরা চেষ্টা করছি। আমরা মনে করি জুলাই আন্দোলনে সব পক্ষেরই ত্যাগ আছে।
সনদ এখানেই শেষ নয় জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও যোগাযোগ করবো। নতুন যাত্রায় সবাই অংশগ্রহণ করুন। এ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সব করতে চাই। আমরা মনে করি যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের বিশেষ দায় রয়েছে।