শনিবার | ১৫ নভেম্বর | ২০২৫

ক্ষমা চাইলেন সাকিব: একজন মুসলিম হিসেবে আমি কখনোই পূজা উদ্বোধন করবো না

সম্প্রতি একটা খবর প্রচার হয়েছে যে, গত সপ্তাহে কলকাতায় গিয়ে হিন্দুদের কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

এ খবর প্রচার হওয়ার পর দেশজুড়ে কঠোর সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান।

তিনি বলেছেন, অনেকেই বলছেন আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করব না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা প্রার্থী। আমি আশা করব আপনারা এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনো ঘটনা যেন আর না ঘটে সেটিও আমি চেষ্টা করব।

এমনকি সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

সাকিব বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। আমি ইসলাম সম্পর্কে খুবই কম জানি। তবে আমার জানার ও শেখার খুব ইচ্ছা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img